কে,এম,রেজাউল করিম,দেবহাটা বুর্্যোঃ
সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কের দেবহাটায় সড়ক দূর্ঘটনায় নিহত ১ আহত ২ জন।
ঘটনাটি ঘটেছে, শুক্রবার দুপুর একটার দিকে দেবহাটা উপজেলার সখিপুর নামক স্থানে। নিহত দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের আবুল হোসেনের পুত্র মনিরুল ইসলাম(৩২) আহত ২ মাধব দাস, পিতা হরিপদ দাস, ঘলঘলিয়া, ভোলানাধ দাস পিতা প্রদিপ দাস, রত্নেশ্বরপুর।
প্রত্যক্ষদশীরা জানান, সাতক্ষীরা গামী সিলেট-শ ১১-০০৫১ নম্বরের একটি ট্রাক, একই দিক থেকে আসা একটি ইঞ্জিনভ্যানকে পিছন দিক থেকে ধাক্কা দেয়।
এতে ভ্যান চালক ছিটকে পড়ে। স্থানীয়রা তাকে দ্রুত সখিপুর স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষনা করে।