আজিজুর রহমান: সাতক্ষীরায় রেশমী আরা (১৬ মাস) নামে এক শিশুর মাথায় টিউমার অপারেশনের জন্য ওই শিশুটির পিতা কোরবান আলী সকলের কাছে আর্থিক সহযোগীতা কামনা করেছেন।
সাতক্ষীরা জেলার বাটকেখালী গ্রামের রেশমী আরার পিতা দিন মজুর কোরবান আলী সাংবাদিকদের জানান দীর্ঘদিন ধরে আমার কন্যার মাথায় টিউমার হওয়ার কারণে সাতক্ষীরা সদর হাসপাতাল ও মেডিকেল হাসপাতালে চিকিৎসা করাই। কিন্তু এখনও আমার কন্যার অপারেশন করাতে পারিনি। আমার সব টাকা-পয়সা কন্যার চিকিৎসার জন্য খরচ করে ফেলেছি। আমি একজন দরিদ্র দিনমজুর হওয়ায় এমনিতেই আমার সংসার টানা-টানির মধ্যে চলে।
আমার কন্যার মাথায় এখন টিউমার অপারেশন করাতে হবে। অপারেশন করাতে অনেক অর্থের প্রয়োজন। আর্থিক অস্বচ্ছলতার কারণে আমি আমার কন্যার মাথায় টিউমার অপারেশন করাতে পারছি না। তাই আমি সকলের কাছে আর্থিক সহযোগিতা কামনা করছি। আমার সাথে যোগাযোগের নাম্বার ০১৯৮০-০৪০৯৭০।