ডেস্ক নিউজ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে জন্মশতবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় ক্ষণগণনা উদ্বোধনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মুজিববর্ষ উদযাপনে ক্ষণগণনা উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং করেন, সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল।
জেলা প্রশাসক মোস্তফা কামাল বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশে প্রত্যাবর্তন দিবস এবং মুজিববর্ষের ক্ষণগণনা অনুষ্ঠানের সার্বিক চিত্র তুলে ধরে বলেন, আজকের দিনটি শুধু একটি অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং উন্নত সাতক্ষীরা গঠনের লক্ষ্যে এগিয়ে নিয়ে যাওয়ার দিন।