সাতক্ষীরায় ভক্তের ভালোবাসায় সিক্ত হলেন ক্রিকেটার আশরাফুল

141
ক্রিকেটার আশরাফুল

অনলাইন ডেস্ক: বসন্তের পড়ন্ত বিকেলে হাজারো ভক্তের ভালোবাসায় সিক্ত হলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মো: আশরাফুল ইসলাম। সোমবার (১৫ মার্চ) বিকেলে তিনি ইজি ফ্যাশন লিমেটেড নামক একটি পোশাক কোম্পানীর শো-রুম উদ্বোধন করতে সাতক্ষীরায় আসেন।

এ সময় শতশত ভক্ত প্রিয় ক্রিকেটারকে কাছে পেয়ে আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করেন। প্রিয় ক্রিকেটার সাবেক অধিনায়ক আশরাফুল ইসলামের সাথে এসময় সেলফি তোলার জন্য ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। এরআগে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মো: আশরাফুল ইসলামের আগমনের খবর ছড়িয়ে পড়ে জেলার গ্রাম থেকে গ্রামান্তরে। তাই শহর থেকে দূর গ্রাম থেকেও ছুটে আসেন ক্রিকেট অনুরাগী আশরাফুল ভক্তরা। শিশু-কিশোর-যুব সব শ্রেণির মানুষ তাকে শুভেচ্ছা জানান এবং স্মৃতির এ্যালবামে ধরে রাখার জন্য সেলফি তোলেন। এভাবে ভক্তদের সাথে আনন্দ-উচ্ছ্বাসে কেটে যায় জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মো: আশরাফুল ইসলামের একটি বসন্ত বিকেল।

ভক্তদের ভালোবাসায় সিক্ত জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মো: আশরাফুল ইসলাম বলেন, খেলা-ধূলায় সাতক্ষীরার ইতিহাস অনেক গর্বের। এ জেলায় জন্মগ্রহণ করেছেন বর্তমান জাতীয় দলের অন্যতম নামকরা খেলোয়াড় সৌম্য সরকার ও মোস্তাফিজুর রহমান। শুধু ক্রিকেটে নয়, ফুটবলেও এ জেলার গৌরবগাঁথা ইতিহাস রয়েছে। সাবিনা, মাসুরাসহ অনেক নারী ফুটবলার এ জেলার সুনাম বয়ে এনেছেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সাতক্ষীরার প্রত্যন্ত গ্রাম থেকে শতশত ভক্ত তাকে দেখার জন্য এসেছেন। তার সাথে ছবি তুলছেন। শুভেচ্ছা জানাচ্ছেন। এর চেয়ে আনন্দের আর কিছু হতে পারেনা। ভক্তদের নির্ভেজাল ভালোবাসা আর অনাবিল আনন্দের এ বসন্ত বিকেল তাকে স্মৃতিকাতর করে তুলেছে বলে মন্তব্য করেন।