সাতক্ষীরায় বিভিন্ন হোটেল ও রেস্টুরেন্টে মোবাইল কোর্ট পরিচালনা

264

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস এম মোস্তফা কামালের নির্দেশনায় আজ শহরের বিভিন্ন হোটেল ও রেস্টুরেন্ট এ মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট স্বজল মোল্লা।

এ সময় শহরের সোনারগাঁও রেস্তোরাঁয় অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুত, পুরোনো তেল ব্যবহার এবং মাংস অস্বাস্হ্যকর পরিবেশে সংরক্ষণ অবস্থা পাওয়া যায়। যার কারণে রেস্তোরাঁ ম্যানেজার কে ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে পি এন স্কুল মোড়ের হাবিব হোটেল খুবই অস্বাস্থ্যকর ভাবে খাবার প্রস্তুতসহ পচা মুরগির মাংস সংরক্ষণ করার দায়ে একজনকে ৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। একই মোড়ে সবজি হোটেলকে অস্বাস্থ্যকর ভাবে খাবার সংরক্ষণ করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে জনস্বাস্থ্যর জন্য ক্ষতিকর যেকোনো অপরাধই জেলা প্রশাসন কঠোরভাবে দমন করবে বলে জানান জেলা প্রসাশক এস এম মোস্তফা কামাল।

উক্ত মোবাইল কোর্ট পরিচালনা ও জরিমানা করাকে সাধুবাদ জানিয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন জেলার বিভিন্ন স্তরের সচেতন মহল।