সাতক্ষীরায় বিপুল পরিমান ভারতীয় পণ্য জব্দ

15

নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরা সুলতানপুর বড় বাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় পণ্য জব্দ করেছে যৌথ বাহিনী। গতকাল সকাল ৮ টা থেকে দুপুর দুটা পর্যন্ত বড় বাজারে বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে মালামাল জব্দ করা হয়।
জব্দকৃত মালামালের মধ্য ভারতীয় জুতা, চা পাতা, চিনি, গুড়া দুধ, সাবান তেল, আতস বাঁজি, আগরবাতি, খাতা কাগজ সহ বিভিন্ন কসমেটিক্স পণ্য রয়েছে।

অভিযানের নেতৃত্বদেন ৩৩ বিজিবির সিও লে.কর্ণেল সরদার মোস্তাফিজুর রহমান ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আবু তালেব। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৩৩ বিজিবির মেজর ফজলে হোসেন, সহকারী রাজস্ব কর্মকর্তা সাইফুল আলম, ও আজিজ রেজা, এবং সদর থানা পুলিশের একটি চৌকস দল।

অভিযানের বিষয়ে জানতে চাইলে লে.কর্ণেল সরদার মোস্তাফিজুর আপডেট সাতক্ষীরা ডটকম কে জানান গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নামে বিপুল পরিমান ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। কি পরিমান টাকার মালামাল উদ্ধার করা হয়েছে সিজার লিষ্ট না হওয়া পর্যন্ত বিস্তারিত বলা যাবে না।