সাতক্ষীরায় নতুন ডিসি হুমায়ুন কবির, মোট ১২ জেলায় নতুন ডিসি নিয়োগ

595

ডেস্ক নিউজ ।। দেশের ১২ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার। খুলনা, ফেনী, শেরপুর, পাবনা, ঠাকুরগাঁও, পটুয়াখালী, মানিকগঞ্জ, পঞ্চগড়, নরসিংদী, সাতক্ষীরা, মুন্সিগঞ্জ ও নাটোরে ডিসি নিয়োগ দিয়ে সোমবার (৩১ মে) আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এদিকে সাতক্ষীরার নতুন জেলা প্রশাসক হিসেবে যোগদান করছেন মোহাম্মদ হুমায়ুন কবির। অপরদিকে বর্তমান জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।