সাতক্ষীরায় ট্রলি উল্টে শ্রমিক নিহত

10

আশাশুনি প্রতিনিধি : সাতক্ষীরায় ট্রলি উল্টে হাফিজুল ইসলাম (৩০) নামে এক ধানকাটা শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার (২২ ফেব্রুয়া‌রি) দুপুর ১টার দিকে জেলার আশাশুনি উপজেলার কাদাকাটিতে এ দুর্ঘটনা ঘ‌টে।

নিহত হাফিজুল ইসলাম সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের কাজীরবাসা গ্রামের ছবেদ আলীর ছেলে।

স্থানীয়রা জানান, হাফিজুল কাদাকাটি এলাকার একটি মাঠ থেকে ধান নিয়ে বাড়ি ফেরার পথে ট্রলিটি উল্টে যায়। এসময় ওই ট্র‌লির নিচে চাপা পড়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বিষয়টি নিশ্চিত করেছেন।