নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলায় ছাত্রলীগ নেতাকর্মীদের সেচ্ছাশ্রমে লাভের আশায় এক বর্গাচাষী। কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা মোতাবেক সোমবার সকালে জেলা ছাত্রলীগের পক্ষ থেকে সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাসানুজ্জামান শাওন উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে বর্গাচাষী মোতালেন সরদারের ২২ কাটা জমির ধান কেটে দেন।
এসময় সাতক্ষীরা সিটি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলিফ খান, ঝাউডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুলফিকার আলী, হাসিবুল হাসান সোহার্ত, জনি হোসেন, ইয়াসিন আলী, সাঈদ হোসেন, আহাদ আলী, হাবিবুল্লাহ, আশিক, তারেক, ইমন, শুভ, নাইম সহ ছাত্রলীগের ২০জন নেতাকর্মী স্বেচ্ছায় ধানকাটা কার্যক্রমে অংশগ্রহণ করেন।