ফয়জুল হক বাবু: করোনা ভাইরাসের কারনে দেশের বিভিন্ন অঞ্চলের মতো সাতক্ষীরায় প্রান্তিক দিনমজুর, শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ী, সুবিধা বঞ্চিত, প্রতিবন্ধি ও দঃস্থ পরিবারের মধ্যে ত্রান সহায়তা ও মাক্স প্রদান করেছে গ্রামীন হেলথ কেয়ার সার্ভিসেস লিঃ।
গ্রামীন হেলথ কেয়ার সার্ভিসেস লিঃ (এঐঝ) এর ব্যবস্থাপনা পরিচালক কিশওয়ার ইমদাদ মহোদয়ের অর্থায়নে ও গ্রামীন চক্ষু হাসপাতল, সাতক্ষীরার তত্তাবধায়নে ২টি পর্যায়ে ৩৬টি পরিবারের মধ্যে এই ত্রাণ সহায়তা ও ১৫শ পিছ মাক্স প্রদান করা হয়। গত ০৩ মে প্রথম পর্যায়ে ১৮টি পরিবারের মধ্যে এবং ২২ মে ১৮টি পরিবারের মধ্যে প্রতিটি পরিবারের ১০ দিনের খাদ্য সামগ্রী হিসাবে (চাল, ডাল, পিয়াজ, তেল, আলু, আটা, লবন, সাবন ও নগদ অর্থ) প্রদান করেন গ্রামীন হেলথ কেয়ার সার্ভিসেস লিঃ এর তত্তাধায়ক মোঃ আশিকুর রহমান।
এ সময় তিনি সামাজিক দুরুত্ব বজায় রেখে সকলকে ঘরে থাকার আহবান জানান।