সাতক্ষীরায় এক দিনের ব্যবধানে আবারও ৪ বছরের এক শিশুকে পিষে দিল বাস

14

মো: আজিজুল ইসলাম(ইমরান):
সাতক্ষীরায় এক দিনের ব্যবধানে আবারও এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। বুশরা আক্তার(৪) নামে এক শিশুকে পিষে দিয়েছে বাসটি । ঘটনা টি ঘটেছে সাতক্ষীরা-যশোর মহাসড়কের মাধবকাটি এলাকায়। আজ ২ আগষ্ট বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায় আজ সাকালে শহরের মাধপকাটি বাজারে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে ৪ বছরের শিশু বুশরা আক্তার নিহত হয়। এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করলেও চালক বা বাসের কাউকে আটক করতে পারেনি পুলিশ। নিহত শিশু বুশরা আক্তার সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা ইউনিয়নের বলাডাঙ্গা গ্রামের আবুল কালামের মেয়ে। স্থানীয়রা জানান, বুশরা আক্তার তার চাচা সঙ্গে সাইকেলে মাধবকাটি বাজার থেকে বাড়ির দিকে যাচ্ছিল। এ সময় সাতক্ষীরা থেকে যশোরগামী একটি যাত্রীবাহী বাস পেছন থেকে তাদের ধাক্কা দেয়। ধাক্কায় সাইকেলের পেছনে বসে থাকা বুশরা ছিটকে পড়ে। এরপর বাসটি বাচ্চাটিকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলেই মারা যায় বাচ্চাটি। এদিকে শিশু কণ্যার ,মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শত শত মানুষ এক নজর শিশুটিকে দেখার জন্য নিহতের বাড়িতে ভিড় করছে। স্বজনদের আহাজাতিরতে আকাশ বাতাস ভারি হয়ে উঠছে। কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ আহম্মেদ বলেন, সাতক্ষীরা সদরের মাধপকাটি এলাকা থেকে বাচ্চাটিকে চাপা দিয়ে বাসটি কলারোয়া থানা এলাকার একটি পাম্পে রেখে চালক ও হেলপার পালিয়ে যায়। গাড়িটি আটক করা হয়েছে এবং পুলিশ চালক ও হেলপারকে আটকের সর্বাত্মক চেষ্টা করছে।