সাতক্ষীরায় উন্নয়ন সংস্থার শিক্ষা বৃত্তির চেক বিতরণ

99

নিজস্ব প্রতিনিধি: পল্লী কর্ম-সহায়ক ফাউণ্ডেশনের সহযোগিতায় এবং বেসরকারী সংস্থা ” উন্নয়ন ” এর অায়োজনে সাতক্ষীরা জেলার অাশাশুনি ও কালিগঞ্জে শিক্ষা বৃত্তির চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অাগষ্ট) অাশাশুনি সদর ইউনিয়ন,শোভনালী ইউনিয়ন এবং কালিগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে অতিদরিদ্র কার্যক্রম ভূক্ত সদস্যর মেধাবি সন্তানদের শিক্ষাবৃত্তি দ্বিতীয় বর্ষ প্রদান করা হয়।

অাশাশুনি সদর ইউপি চেয়ারম্যানের কার্যালয়ে ইউপি চেয়ারম্যান স.ম সেলিম রেজা মিলন,শোভনালী ইউপি চেয়ারম্যান কার্যালয়ে শোভনালী ইউপি চেয়ারম্যান মোঃ মোনায়েম হোসেন এবং কালিগঞ্জের বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান কার্যালয়ে বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান মোঃ রিয়াজউদ্দীন হোসেন উপস্থিত থেকে শিক্ষা বৃত্তির চেক, বৃত্তি প্রাপ্তদের হাতে তুলেন দেন।

অাশাশুনিতে এসময় উন্নয়ন সংস্থার সমৃদ্ধি ইউনিয়ন সমন্বয়কারী মোঃ তারিকুর রহমান,শাখা ব্যাবস্থাপক মোঃ অারাফাতুর রহমান,অতীশ দিপঙ্কর মন্ডল,সমৃদ্ধি সমাজ উন্নয়ন কর্মকর্তা মোঃ জাবের হোসেন,সমৃদ্ধি স্বাস্থ্য কর্মকর্তা মোঃ ইকবাল কবির,সমৃদ্ধি এমঅাইএস অফিসার তাপসী তারফদার,লিফট মৎস কর্মকর্তা মোঃ তানভীর রেজা সহ স্থানীয় সকল ইউপি সদস্যগন উপস্থিত ছিলেন।

বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে ইউপি চেয়ারম্যান মোঃ রিয়াজউদ্দীন বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে চেক তুলে দেন।এ-সময় উন্নয়ন বিষ্ণুপুর শাখা ব্যবস্থাপক মোঃ ইদ্রিস অালী,সহকারী হিসাবরক্ষক কামিনী রায় সহ শাখার সকল কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য এবং উন্নয়ন সংস্থার সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরে বক্তব্য দেন সমৃদ্ধি ইউনিয়ন সমন্বয়কারী মোঃ তারিকুর রহমান।উন্নয়ন সংস্থার লক্ষ্য,দর্শন,নীতিমালা,মূল্যবোধ ও বর্তমান কার্যক্রম সহ প্রকৃত শিক্ষা গ্রহণ করে নিজেকে প্রতিষ্ঠার মাধ্যমে দেশ ও জাতির সেবায় অাত্ননিয়োগ করার অাহ্বান জানান তিনি।

শিক্ষা বৃত্তিতে ১৩ জন মেধাবি ছাত্র-ছাত্রীদের হাতে ১২ হাজার টাকা করে মোট এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকার চেক তুলে দেন।