অনলাইন ডেস্ক: সাতক্ষীরায় আরো ৫ জন নতুন করে করোনায় আক্রান্ত হলেন। এ নিয়ে জেলায় ৫৪ জন আক্রান্ত হয়েছেন। শনিবার দূপুরে ৫ জনের রিপোর্ট এসেছে পজেটিভ। তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে ৩ তারিখে।
আক্রান্ত রোগীরা হলেন শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ এলাকার বাদামতলি গ্রামের কায়কোবাদ (হোসেন (৩০}, তালা উপজেলার খলিসখালি গ্রামের সুমি বেগম (২৪), কলারোয়া উপজেলার ত্রীপা তরফদার (২৪), সদর উপজেলার গোনা গ্রামের মমতাসিন মাছুম (৩৬) ও আছমা খাতুন( ৫৪)। তবে আছমা খাতুনের পরিচয় নিশ্চিত হতে পারেননি সিভিল সার্জন অফিস।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার জানান, শনিবার ৫ জনের করোনা পজেটিভ ধরা পড়েছে। জেলায় এ নিয়ে আক্রান্ত হলেন ৫৪ জন। দিন দিন রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।