সাতক্ষীরার শ্রেষ্ঠ ইউএনও তালার ইকবাল By Lal Sobujer Kotha - May 6, 2020 99 ডেস্ক নিউজ : তালা উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইকবাল হোসেন সাতক্ষীরা জেলার সাত উপজেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হয়েছেন। তিনি পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার সন্তান। তার পিতার নাম মো. সোহরাব হোসেন এবং মাতার নাম সাহিতোন্নেসা।