সাতক্ষীরার বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন সরকার মারা গেছেন

62

আজিজুর রহমান: সাতক্ষীরার বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট শিক্ষাবিদ চিত্তরঞ্জন সরকার (৬৮) শুক্রবার রাতে বার্ধক্য জনিত কারণে মেয়ের বাড়িতে মারা গেছেন। তাঁর বাড়ি সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার নওয়াপাড়া গ্রামে। থাকতেন কেশবপুরের বালিয়াডাঙ্গা গ্রামে মেয়ের বাড়িতে।

তাঁর মৃত্যুর খবর পেয়ে কেশবপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোহাম্মদ আলীর নেতৃত্বে মুক্তিযোদ্ধারা শ্রদ্ধা জানানোর জন্য বালিয়াডাঙ্গা গ্রামে মেয়ের বাড়িতে উপস্থিত হন। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

শনিবার দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার শেষে কেশবপুরের কুঠিবাড়ি শ্মশানে তাঁর শেষ কৃতানুষ্ঠান সম্পন্ন করা হয়। বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন সরকারের মেয়ে কৃষ্ণা বলেন, তাঁর বাবা ঝিনাইদহ এলাকায় একটি কলেজে দীর্ঘ বছর ধরে সুনামের সহিত অধ্যাপনা করেছেন।