সাতক্ষীরার কলারোয়া সীমান্তে বিজিবি’র অভিযানে নারী ও পুরুষ সহ ২জন আটক

26

কলারোয়া প্রতিনিধিঃ সাতক্ষীরার কলারোয়া সীমান্তে বিজিবি’র অভিযানে নারী ও পুরুষ সহ ২জন আটক হয়েছে। বুধবার সকালে সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা বিজিবি’র নায়েক বাবুল হোসেন জানান-সীমান্তে টহল দেওয়ার সময় ওই দুই ব্যক্তিকে আটক করা হয়।

আটককৃতরা হলেন মোমেনা খাতুন(৩৫) যশোর জেলার ঝিকরগাছার বাকুড়া গ্রামের শাহাজাহান আলীর স্ত্রী ও আব্দুল্লা খান (২৮) কলারোয়া উপজেলার রঘুনাথপুর গ্রামের আঃ গফ্ফার খানের ছেলে।

তারা অবৈধ ভাবে কলারোয়া সীমান্তের কেড়াগাছির চারাবাড়ীর এলাকার ১৩/৩ এসএর ১আরবির জিরোপয়েন্ট দিয়ে ভারতে প্রবেশ করার সময় আটক হয়। এ ঘটনায় কলারোয়া থানায় একটি মামলা দায়ের হয়েছে।