বিশেষ প্রতিবেদক
:
সাতক্ষীরার কলারোয়া জিকেএমকে পাইলট হাইস্কুলের এসএসসি’র ৯৮ ব্যাচের শিক্ষার্থীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪জুলাই) রাতে কলারোয়া চেয়ারম্যান মার্কেটস্থ তাসিন এন্টারপ্রাইজে ওই সভা অনুষ্ঠিত হয়।
আগামি ঈদুল আজহার পরদিন পাইলট হাইস্কুলের বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহনে অনুষ্ঠিতব্য পূনর্মিলনী ও দিনভর ক্রীড়ানুষ্ঠানের প্রস্তুতির লক্ষে ওই সভার আয়োজন করা হয়।
পাইলট হাইস্কুলের ৯৮ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা অনুষ্ঠানটি যথাযথভাবে উদযাপন ও বাস্তবায়নের জন্য বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করেন।
এছাড়া সভায় কলারোয়ায় অবস্থানরত প্রাক্তন শিক্ষার্থীরা তাদের নির্ধারিত ফি মাস্টার হুমায়ুন কবিরের কাছে অতিসত্বর প্রদান করাসহ বিভিন্ন দায়িত্ব বন্টন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন জিকেএমকে পাইলট হাইস্কুলের এসএসসি’র ৯৮ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী কলারোয়া নিউজ’র সম্পাদক প্রভাষক আরিফ মাহমুদ,হোমিওপ্যাথিক কলেজের প্রভাষক ডা.হাবিবুর রহমান,সাতক্ষীরা জজ কোর্টের আইনজীবী এড.সিহাব মাসউদ সাচ্চু, পূবালী ব্যাংকের সিনিয়র অফিসার আরিফুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী আমীর হোসেন, সঞ্জয় কুমার সাহা, শিক্ষক তরিকুল ইসলাম তুষার, ব্যবসায়ী সুজয় দাস, মাজহারুল হক মুক্তা, বাবলু হোসেন, মাস্টার হুমায়ুন কবির, ইদ্রিস আলী, উজ্জ্বল দেবনাথ, ইমানুর রহমান, এসএম মোস্তাক, আফজাল হোসেন পলাশ, জাহিদ হোসেন, মেহেদি হাসান, ব্যাংকার মনিরুল ইসলাম মনি প্রমুখ।