সাতক্ষীরায় যে প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত হয়েছে

858

ডেস্ক নিউজঃ নতুন করে এমপিওভুক্ত হয়েছে ২৭৩০টি শিক্ষা প্রতিষ্ঠান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার দুপুরে স্কুল, কলেজ, কারিগরি ও মাদ্রাসা সহ সব স্তরের এসব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান নতুন এমপিওভুক্তির ঘোষণা দেন।

নতুন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অধীন স্কুল ও কলেজ রয়েছে ১ হাজার ৬৫১টি। এর মধ্যে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় (ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি) ৪৩৯টি, মাধ্যমিক বিদ্যালয় (ষষ্ঠ থেকে দশম শ্রেণি) ১০৮টি। মাধ্যমিক স্তরের ৯৯৪টি, উচ্চ মাধ্যমিক স্তর (স্কুল অ্যান্ড কলেজ ৬৮টি), কলেজ (একাদশ ও দ্বাদশ শ্রেণি) ৯৩টি এবং ডিগ্রি কলেজ ৫৬টি।কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন রয়েছে ১ হাজার ৭৯টি প্রতিষ্ঠান।এরমধ্যে দাখিল মাদ্রাসা ৩৫৭টি, আলিম স্তর ১২৮টি, ফাজিল স্তর ৪২টি, কামিল স্তর ২৯টি, এইচএসসি (বিএম) স্তর ২৮৩টি, কৃষি শিক্ষাপ্রতিষ্ঠান ৬২টি, এসএসসি ভোকেশনাল ১৭৫টি স্তরের তালিকা প্রকাশ করা হয়।নতুন এমপিও হওয়া শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা গত জুলাই থেকে বেতন-ভাতা পাবেন।

সাতক্ষীরার যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমপিও হয়েছে তার মধ্যে রয়েছে-

সাতক্ষীরা সদর : সাতক্ষীরা সদরের দেবনগর বেগম রোকেয়া মাধ্যমিক বিদ্যালয়, ঝাউডাঙ্গা কলেজ, দ্যা পোল স্টার পৌর হাইস্কুল, আখড়াখোলা মুকুন্দপুর দাখিল মাদ্রাসা, পরানদহা আমিনিয়া মহিলা দাখিল মাদ্রাসা, কাশেমপুর সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসা, সাতক্ষীরা সিটি কলেজ।

দেবহাটা : দেবহাটার চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়, শশাডাঙ্গা দাখিল মাদ্রাসা, দেবহাটার সখিপুর আলিম মাদ্রাসা।

কালিগঞ্জ : কালিগঞ্জের কাশিবাটি হাইস্কুল, নলতা হাইস্কুল, ড. মুজিব-রুবি মডেল হাইস্কুল, কালিগঞ্জ আলাউদ্দিন ডিগ্রি কলেজ, বিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজ, পিটিকে মাধ্যমিক বালিকা বিদ্যালয়, চাম্পাফুল এপিসি মাধ্যমিক বিদ্যাপিঠ, শিমু রেজা এমপি কলেজ।

শ্যামনগর : শ্যামনগরের পোড়াকাটলা দিপায়ন হাইস্কুল, হেনচি বঙ্গবন্ধু হাইস্কুল, জোবেদা মডেল হাইস্কুল, মালঞ্চ টেকনিক্যাল এন্ড বিএম কলেজ, বুড়িগোয়ালিনী দারুস সুন্নাত দাখিল মাদ্রাসা।

আশাশুনি : আশাশুনির গুনাকরকাঠি শাহ মোঃ ইয়াহিয়া হাই স্কুল, বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুল, সুন্দরবন টেকনিক্যাল এন্ড বিএম কলেজ, হাজী জালালউদ্দিন আদর্শ কলেজ।

তালা : তালার জেসিএস মাধ্যমিক বিদ্যালয়, খলিষখালী মাধ্যমিক বিদ্যালয়, নোয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়, শহীদ জিয়াউর রহমান মহাবিদ্যালয়, ইসলামকাটি টেকনিক্যাল বিজনেস ম্যানেজমেন্ট কলেজ, তালা টেকনিক্যাল এন্ড বিএম কলেজ, প্রিন্সিপাল আখতারুজ্জামান বিজ্ঞান কৃষি প্রযুক্তি ও বাণিজ্য কলেজ।

কলারোয়া : কালারোয়ার সাতপোতা রহিমা গার্লস স্কুল, সোনার বাংলা ডিগ্রি কলেজ, ধানঘরা দাখিল মাদ্রাসা।মূলত এই ছিলো সাতক্ষীরা জেলার সদ্য এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান।