সাতক্ষীরায় মমিন আলীর ২৪ ইঞ্চি লম্বা দাড়ি!

802

এস এম সোহাগ রানা ।। হঠাৎ করে দেখা হয়ে গেলো সাতক্ষীরায় ২৪ ইঞ্চি লম্বা দাড়িওয়ালা আব্দুল মমিন আলীর সাথে। তিনি সাতক্ষীরা জেলার সদর উপজেলার পুরাতন সাতক্ষীরা বাসিন্দা। আব্দুল মমিন আলীর বয়স (৬০) বছর। চার সন্তানের জনক মমিন আলী আয়ের উৎস ভ্যান চালানো। তিন কন্যা সন্তান ও একটি ছেলে সন্তান আব্দুল মমিন আলীর। ছেলেটি সাতক্ষীরা সীমান্ত হোটেলের পাশে স্টিলের দোকানে কাজ করে।

আব্দুল মমিন আলী বলেন, মাত্র গত ৫ বছর দাড়ি রেখেছেন। পাঁচ বছরে তার দাড়ি ২৪ ইঞ্চি লম্বা হয়েছে। আব্দুল মমিন আলী তার সুন্দর দাড়িতে বাহারী মেহেদি রং লাগিয়েছেন যেটি দেখলেই মন জুড়িয়ে যায়।

আব্দুল মমিন আলী আরো জানান, তিনটি মেয়ের মধ্যে দুটি মেয়ের মাথার চুল হাটুর নীচ পর্যন্ত লম্বা। তিনি আরো বলেন মেয়ে দুটি প্রত্যেক মাসে ২ ইঞ্চি করে মাথার চুল কেটে ফেলে। তারপরও হাটুর নীচ পর্যন্ত চুল রয়েছে।