সাজসজ্জায় সাজানো শেষ ঈদগাহ ময়দান

244
বিশেষ প্রতিবেদক

২২শে আগষ্ট বুধবার দেশের সকল যায়গায় মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-আযহা অনুষ্ঠিত হবে। আলোক সজ্জায় সেজে দেশের সকল ঈদগাহ ময়দান ও প্রবেশ দ্বারের মেইন ফটো কতৃপক্ষের প্রচেষ্টায় সাজসজ্জায় সাজানোর পরিসমাপ্তি ঘটেছে।
২১শে আগষ্ট মঙ্গলবার সরোজমিনে ঘুরে দেখা যায়,তারই ধারাবাহিকতায় সাতক্ষীরার কলারোয়া উপজেলার ১২ টি ইউনিয়নসহ দেয়াড়া ইউনিয়নেও ঈদগাহ কমিটির পক্ষ থেকে সাজানো হয়েছে সকল ঈদগাহ ময়দানসহ প্রবেশ দ্বারের মেইন গেট ।
জানা যায়,ঈদের নামাজ আদায়ের জন্য উপজেলাসহ ইউনিয়ন পর্যায়ের প্রতিটি গ্রামাঞ্চলের ঈদগাহ ময়দানে পাক পবিত্রতার সহিত নামাজ আদায়ের উপযুক্ত পরিবেশ তৈরি করতে পরিস্কার পরিচ্ছন্নতাসহ বছরের বিশেষ উপলক্ষ ঈদের দিনকে সামনে রেখে ওই আলোক সজ্জার ব্যবস্থা করেন ঈদগাহ কমিটি।
সাথে আনন্দে মেতে উঠেছে ছোট ছোট ছেলে মেয়েরা।এবং নির্দিষ্ট সময়ে ঈদের জামাত আদায়ে প্রতিটি মসজিদের ইমামগন ঈদগাহ ময়দানে উপস্থিত থাকার আহ্বান জানান।
আরো জানা গেছে,উপজেলা র ১২টি ইউনিয়নের নির্দিষ্ট ঈদগাহ ময়দানসহ দেয়াড়া ইউনিয়ন পর্যায়ের খোরদো জাতীয় ঈদগাহ ময়দান,দলুইপুর ঈদগাহ ময়দান,দেয়াড়া ঈদগাহ ময়দান,পাটুলিয়া ঈদগাহ ময়দান,উলুডাঙ্গা ঈদগাহ ময়দান,বড় খোরদো ঈদগাহ ময়দান,ছলিমপুর ঈদগাহ ময়দান,পাকুড়িয়া ঈদগাহ ময়দানসহ সকল স্থানীয় ঈদগাহ ময়দানে সকাল পৌনে ৮টা থেকে ৮.৩০ নাগাদ ঈদের জামাত শুরু হবে বলে মসজিদ ও ঈদগাহ কমিটিবৃন্দরা নিশ্চিত করেন।রাত পোহালেই ২২শে আগষ্ট বুধবার ঈদের দিন।ঈদের দিনকে ঘিরে আনন্দে মাতয়ারা শিশু থেকে সকল বয়সী মানুষ প্রতিটি যায়গায় ।
উপজেলার দলুইপুর জামে মসজিদ ও ঈদগাহ কমিটির সভাপতি মাষ্টার জাহাঙ্গীর আলম এবং অন্যান্যরা বলেন,মুসলমানদের জন্য ঈদ একটি মহা খুশির দিন ।
আর ঈদের দিন সুন্দর মনোরম পরিবেশে পবিত্রতার সহিত নামাজ আদায়ের জন্য মসজিদ,ঈদগাহ ময়দানসহ প্রবেশ দ্বারের ঈদগাহ গেইট সাজসজ্জায় সাজানো হয়েছে।এবং স্থানীয় উঠতি বয়সের ছেলেরাই বেশি আলোক সজ্জায় সাজানোর জন্য ব্যস্ত সময় পার করেছে ডেকোরেটরদের দিয়ে আনন্দের সাথে বলে জানান তারা ।
তাছাড়া উপজেলাসহ দেয়াড়ার সকল ঈদগাহ কমিটির পক্ষ থেকে কিংবা আনন্দ উৎসুক ছোট বড় স্থানীয় উঠতি বয়সের ছেলেরা ওই কাজের – পরিসমাপ্তিতে-ঈদের দিনের নামাজ আদায় ও আনন্দ উপভোগ করতে অধির আগ্রহে আছে বলে জানান তারা ।