সাংবাদিক রােজিনার মুক্তি সহ ৩ দফা দাবীতে ঝিনাইদহ সাংবাদিকদের মানববন্ধন

15

সাহিদুল এনাম পল্লব, ঝিনাইদহ : সাংবাদিক রাজিনা ইসলামর মুক্তি চাই, স্বা¯্য বিভাগর অতিরিক্ত সচিব কাজী জবুনছার পদত্যাগ সহ রাজিানার উপর নির্যাতনকারী জড়িত সকলর গ্রপ্তার কর শা¯ি ও ডিজিটাল নিরাপত্তা আইন ৩২ ধারা বাতিল দাবীত ঝিনাইদহ সাংবাদিকদর মানববন্ধন পালিত হয়ছ।

১৯ শ ম রাজ বুধবার সকাল শহরর পায়রা চত্বর এ কর্মসূচী পালিত হয়। এত ঝিনাইদহর এক ঝাক সাংবাদিক ঝিনাইদহর সাংবাদিক বদর ব্যানার ফস্টুন নিয় ঝিনাইদহ কর্মরত বিভিন মিডিয়ায় কর্মরত সংবাদকর্মী, মানবাধিকার কর্মীরা অংশ নয়। সাংবাদিকদর এই মানব বন্ধন দাবীর সাথ সংহতি প্রকাশ কর বক্তব্য রাখন বাসদর জলা সমন্ময়ক অ্যাডঃ আসাদুল ইসলাম ও সংহতি জানিয় উপ¯িত ছিল বাংলাদশ নারী মুক্তি সংসদর কদ্রীয় আহ্বায়ক স্বপা সুলতানা।

মানব বন্ধন বক্তব্য রাখন ঝিনাইদহ জলা রিপাটার্স ইউনিটির সাধারন সম্পাদক শাহিদুর রহমান সটূ, ঝিনাইদহ প্রসক্লাবর প্রচার সম্পাদক শামীমুল ইসলাম শামীম, নির্বাহী সদস্য এম এ জলিল, ঝিনাইদহ জলা রিপাটার্স ইউনিটির সাবক সহ-সভাপতি ওহিদুজ্জামান টূকু প্রমুখ। মানব বন্ধনটি পরিচালনা কর ঝিনাইদহর বিশিষ্ট সাংবাদিক সাহিদুল এনাম পল্লব। মানববন্ধন উপ¯িত ছিল ঝিনাইদহ জলা প্রসক্লাবর সাংগঠনিক সম্পাদক যমুনা টিভির জলা প্রতিনিধি নাছিম আনছারী, ৭১র টিভির জলা প্রতিনিধি রাজীব আহাসান, জি টিভির জলা প্রতিনিধি রকি সহ বিভিন প্রিট ও অনলাইন পত্রিকার সাংবাদিক বদ।

এ সময় বক্তারা বলন, গ্রফতার আর জল বদি কর লখার স্বাধীনতা ¯ব্ধ করা যাব না। প্রতিবাদকারীদর ভাষায় বাংলাদশ হুইসল ব্লায়াস আইন অনুযায়ী কউ দুর্নীতি বিষয় তথ্য প্রকাশ করল তাক পুর¯ত করার কথা। অথচ সাংবাদিক রাজিনার ক্ষত্র ঘটছ ঠিক উল্টাটা। রাজিনা রাষ্ট্রর কর্মচারীদর দুর্নীতি ঠকাত সরকারক সহায়তা করছিলন। কি তাক প্রটকশন না দিয় চারদর পক্ষাবলম্বন করা দুঃখজনক। বক্তারা, সাংবাদিক রাজিনাক নির্যাতনর প্রতিবাদ ও তার নিঃশর্ত মুক্তির দাবী জানান। সই সাথ অতিরিক্ত সচিব জবুনছার পদত্যাগ দাবী করন।