সাংবাদিক ইয়াকিন এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

118

নিজস্ব প্রতিনিধি: দৈনিক মাতৃজগত পত্রিকার কক্সবাজার প্রতিনিধি মোঃ ইয়াকিন ও তার পরিবারের সদস্যদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ঔ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বাংলাদেশ সাংবাদিক ক্রাইম সংগঠন সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

আজ শনিবার ২ সকাল ১১ টায় সাতক্ষীরা-যশোর মহাসড়কের সংগ্রাম হাসপাতাল সংলগ্ন “বাংলাদেশ সাংবাদিক ক্রাইম সংগঠন সাতক্ষীরা জেলা শাখার কার্যালয়ের সামনে সামাজিক দুরত্ব বজায় রেখে উক্ত প্রতিবাদী মানববন্ধন কর্মসূচিতে সাংবাদিক ইদ্রিস আলি সভাপতিত্ব উক্ত সভায় বক্তব্য রাখেন, সাংবাদিক ডাঃ মহিদার রহমান।

উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন লাল সবুজের কথা’র বার্তা সম্পাদক ইয়াছিন আলি, লাল সবুজের কথা’র নিজস্ব প্রতিনিধি এস এম সোহাগ রানা, নিজস্ব প্রতিনিধি হাবিবুল্লাহ বাহার, দপ্তর সম্পাদক মোঃ আবু সাইদ, মোঃ মামুন হোসেন, মোঃ শাহিনুর রহমান শাহিন, মিজানুর রহমান, মোঃ হুমায়ুন কবির, মোঃ লাল্টু হোসেন, শহিদুল আরম, মাসুদুর রহমান, মনিরুল ইসলাম, শাহিনুর রহমান, শাহজাহান আলি মিটন, আজহারুল ইসলাম সাদী প্রমুখ।

উক্ত সভায় বক্তারা তাদের বক্তব্যে বলেন, সাংবাদিকরা হলো সমাজের দর্পণ। সাংবাদিকরা দেশের আনাচে-কানাচে নিত্য ঘটে যাওয়া ঘটনাকে দেশের সবার সামনে তুলে ধরেন।

সাংবাদিকদের সংবাদ এর বিষয় বস্তু হতে পারে সমাজের সকল উন্নয়ন, প্রশংসা, শাফল্য বা ঘুষ দুর্নীতিসহ নানা কর্মকাণ্ডের উপর। অপরাধীদের গোমর ফাঁস হয়ে যাওয়ার কারণে নানা হুমকি ধামকি এমনকি জখম বা কোন কোন ক্ষেত্রে হত্যার ও স্বীকার হতে হচ্ছে।

সাংবাদিকদের উপর খুন জখম হলেও তারা তার ন্যার্য বিচার থেকে বঞ্চিত হচ্ছেন। দক্ষিণ বঙ্গের সাংবাদিক স.ম আলাউদ্দিন, শামছুর রহমান বা মুকুল হত্যার স্বীকার হলেও তার বিচার আমরা পাইনি?

সমপ্রতি কক্সবাজারের সাংবাদিক ইয়াকিন অত্রালাকার ইয়াবা ব্যাবসায়ী চোরাচালানকারী সিএনজি আমিন কর্তৃক হত্যার উদ্দেশ্য মারাত্মক জখম প্রাপ্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে যাচ্ছেন,।

আমরা দেশের সকল সাংবাদিকগণ বর্জ্য কণ্ঠে প্রতিবাদী আওয়াজ তুলতে চাই। এবং সরকার তথা প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই আপনারা অপরাধীদের অবিলম্বে গ্রেফতার করুণ এবং বিষয়গুলির সঠিক তদন্ত সাপেক্ষ বিচারের আওতায় আনুন।

আমরা প্রায় অধিকাংশ সাংবাদিক সমাজ বেতনহীনভাবে দেশের সুনাগরিক হিসেবে দেশপ্রেমিকতায় সর্বদা অন্যায়ের বিপক্ষে লেখালেখি করে চলেছি।

আমরা সরকারের কাছে দাবী রাখি অবিলম্বে আমাদের সাংবাদিকদের জন্য সরকারি ভাবে বেতন বরাদ্দের ব্যবস্থা করা হোক, সেই সাথে আমাদের জান মালের নিরাপত্তার সার্বিক ব্যবস্থা করা হোক।