বিনোদন ডেস্ক : জনপ্রিয় সংগীত শিক্ষক, লেখক ও সংগীত গবেষক রোমো রোমিওর মিউজিক ও গিটারের উপর প্রকাশিত হয়েছে‘মিউজিক এন্ড গিটার’ শিরোনামের বইটি।
বাংলাদেশে এই প্রথম প্র্যাকটিক্যাল ও থিওরীটিক্যালের উপর সহজ নিয়মে মিউজিক ও গিটার নিয়ে জানা, জ্ঞান আহরণ, বিভিন্ন আইডিয়া তৈরি, নিজে লেখা ও কম্পোজ করার সৃষ্টিশীল হওয়া, বিভিন্ন সমাধান ও টিপসসহ অসংখ্য অনুশীলন দিয়ে সাজানো বইটি।বইটি সম্পূর্ণ বাংলায় ও সহজ নিয়মে লেখা।
শুধু তাই নয় গিটারের পাশাপাশি মিউজিক নিয়ে অসংখ্য জ্ঞান রয়েছে যেমন বিভিন্ন ইন্সট্রুমেন্টের পরিচিতি, তানসেন, লালন, বিটোফেনদের মত বড় বড় সংগীত মনীষীদের কথা, ক্ল্যাসিক্যাল স্বর, সংগীত, রাগ ইত্যাদি নিয়ে ।এছাড়া ভালো গিটার বাজানোর জন্য সহজ কৌশল দেয়া আছে বইটিতে।
বইটি প্রাথমিক, ইন্টারমিডিয়েট, এডভান্স সবার জন্য খুবই সাহায্যেকারী। গুরুত্বপূর্ণ ফিঙ্গারিং, পিকিং এক্সারসাইজ, কর্ড, কর্ড প্রগ্রেশন, আরপিজিও অনেক এক্সারসাইজ রয়েছে এবং বাংলায় বুঝিয়ে দেয়া রয়েছে।
মায়া প্রকাশনী থেকে বইটি প্রকাশিত হয়েছে। একের ভেতরে সব এই “মিউজিক এন্ড গিটার” বইটি দ্রুত গিটার শেখার জন্য খুবই কার্যকরী বলে লেখক জানান।