নিজস্ব প্রতিনিধি : বঙ্গবন্ধু সৈনিকলীগের সহ-সভাপতি, বঙ্গবন্ধু সেনা পরিষদের সাংগঠনিক সম্পাদক ও সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক সরদার মুজিবের সহধর্মিণী নাসরিন মুজিবেরর দাফন সম্পর্ন হয়েছে।
মঙ্গলবার কলারোয়ার নিজ গ্রাম নাকিলায় জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পূর্ণ করা হয়
উল্লেখ্য নাসরিন মুজিব দীর্ঘদিন ধরে হার্ট, হৃদরোগ, ফুসফুস সহ বিভিন্ন ধরনের সমস্যায় ভূগছিলেন।
সোমবার সকাল ৯.৩০টায় ঢাকা সেনানিবাস সিএমএইচে চিকিৎসাধিন অবস্থায় নাসরিন মুজিব শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার প্রথম জানাজা নামাজ সোমবার ঢাকার সিএমএইচ মসজিদে অনুষ্ঠিত হয়। এরপর গ্রামের বাড়ি সাতক্ষীরার উদ্দেশ্যে ঢাকা থেকে সাতক্ষীরার কলারোয়ায় নিয়ে যাওয়া হয়।
মঙ্গলবার বাদ যোহর জানাজা নামাজ শেষে
পারিবারিক কবরস্থানে দাফন সম্পর্ন করা হয়।
তার জানাজা নামাজে কলারোয়া, সাতক্ষীরা সহ দূর-দূরান্ত থেকে অসংখ্য শুভাকাঙ্ক্ষীরা এক নজর দেখতে যায়।
মৃত্যুকালে তিনি স্বামী,দুই পুত্র সহ অসংখ্য গুনগ্রহী রেখে গেছেন।