যৌন চেতনা কারোর কম বা বেশি হতেই পারে। যৌনতার সঙ্গে যেমন জড়িয়ে আছে অতুলনীয় ভালোবাসা, তেমনই রয়েছে শারীরিক সুস্থতাও । যেমন,সপ্তাহে কমপক্ষে একবার সেক্স করলে বর্তমান বয়সের তুলনায় ১৫ বছরের ও কম তারুণ্য উপভোড় করা সম্ভব। সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে এমনই তথ্য।
পঞ্চাশোর্ধ্ব ব্যক্তিদের উপর করা এক সমীক্ষায় দেখা গেছে, মাসে অন্তত চারবার যৌনমিলন। ১৬ বার যে কোনও ধরনের ব্যায়াম বা বছরে কমপক্ষে একবার কোন ও ছুটি কাটাতে গেলে , তুলনায় তরুণ অনুভব করা যায়।
NEO G সংস্থার এই সমীক্ষা শুধু মানুষ নয়, জন্তুদের উপরও করা হয়েছিল। দুই ক্ষেতেওই সাঢল্য এসেছে। যৌনতা, ব্যায়ামের মাধ্যমে জীবনে অ্যাক্টিভ মানুষরা অন্যদের তুলনায় বেশিদিন বাঁচে বলেও দাবি করেছে এই সমীক্ষা।