আজিজুর রহমান, কেশবপুর : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০১৯ উপলক্ষ্যে খেলাঘর আসরের উদ্যোগে চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ী ও সন্মাননা স্মারক প্রদান বৃহস্পতিবার সকালে উপজেলা পাবলিক ময়দানে শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত হয়েছে।
খেলাঘর আসরের আহ্ববায়ক আব্দুল মজিদের সভাপতিত্বে ও শিক্ষক নাজমূল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুন্ডুর হাত থেকে সন্মাননা স্মারক গ্রহণ করেন কেশবপুর চারুপীঠ আর্ট স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক উৎপল দে।
এসময় উপস্থিত ছিলেন, কেশবপুর সরকারী ডিগ্রি কলেজের প্রভাষক জেসমিন নাহার, শিশু একাডেমির শিক্ষক অলোক বসু বাপ্পি, প্রধান শিক্ষক পপি দত্ত, অভিভাবক মৌসুমী আক্তার প্রমুখ।