নিজস্ব প্রতিনিধি: পাটকেলঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বিবিসি সাতক্ষীরা ডট কমের সম্পাদক অাব্দুল মতিন সন্ত্রাসীদের হামলায় অাহত হয়েছেন।
শুক্রবার সকাল ১০ ঘটিকায় ব্যবসায়ীক কাজে খুলনায় যাওয়ার সময় পাটকেলঘাটা ওভারব্রীজ সংলগ্ন এলাকায় অাব্দুল মতিনের কাছ থেকে জামাল,সৌকত,কামরুল ও তাদের সাথে থাকা অারো তিন-চার জন ব্যারিকেট দিয়ে কাছে থাকা ৩ লক্ষ টাকা ছিনিয়ে নেয়।
এসময় বাঁধা দিতে গেলে তাদের কাছে থাকা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে এবং তিন লক্ষ টাকা নিয়ে তারা পালিয়ে যায়।বর্তমানে তিনি তালা সদর হাসপাতালে চিকিৎসাধীন অাছেন।এ ঘটনায় পাটকেলঘাটা থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান।