সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন পলাশপোল ড্রাগ ব্যবসায়ী সমীতির সহ সভাপতি মাসুম বিল্লাহ টুটুল

17
ড্রাগ ব্যবসায়ী সমীতির সহ সভাপতি মাসুম বিল্লাহ টুটুল

মো:আজিজুল ইসলাম ইমরানঃ সাতক্ষীরা পলাশপোল ড্রাগ ব্যবসায়ী সমীতির সহ সভাপতি মাসুম বিল্লাহ টুটুল আর নেই। আজ ১৯শে অক্টোবর শুক্রবার আনুমানিক সকাল ১১ টায় সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান তিনি। মৃত্যু কালে তার বয়স হয়ে ছিল ৩৯ বছর। তার পরিবার বর্গের সাথে কথা বলে যানা যায় তিনি শুক্রবার ভোর আনুমানিক ৫টার দিকে তার বুকে ব্যাথা অনুভব করলে তাকে দ্রুত সাতক্ষীরা হার্ড ফাউ-েশনে ভর্তি করা হয়।

পরে তার অবস্থার অবনতি হলে তাকে খুলনায় নিয়ে যাওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। তিনি সাতক্ষীরা এসপি বাংলোর মোড়ে অবস্থিত রজনী মেডিকেল ষ্টোর এর স্বাধীকারী ছিলেন। তিনি দীর্ঘদিন ঘরে ডায়াবেটিস রোগে ভুগতেছিলেন। তিনি সাতক্ষীরা তালতলা গ্রামের মো: আব্দুল হামিদ এর বড় সন্তান ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এলাকর মানুষ তাকে এক নজর দেখার জন্য তার বাড়িতে ভিড় করছে।

তার প্রথম নামজের জানাযা তার নিজ বাড়ির পাশে ও দ্বিতীয় নামাযের জানাযা সাতক্ষীরা সরকারী গোরস্থন প্রাঙ্গনে বাদ আসর অনুষ্ঠিত হয়। তার জানাযার নামাযে উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, ৯নং পৌর কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর,ডা: হাবিবুর রহমান,ইজ্ঞি: আব্দুল হামিদ, সাতক্ষীরা টেকানিক্যাল স্কুল এ- কলেজের সাবেক সুপার আতিয়ার রহমান, বি সি ডি এস এর সহ সভাপতি হাপিজুল ইসলাম,কার্যনির্বাহী সদস্য শেখ রফিকুর রহমান মিন্টু, কার্যনির্বাহী সদস্য আবুল হোসেন খোকন, কার্যনির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দীন খান,আরিফুজ্জামান খান বাপ্পি,কামরুজ্জামান স্বপন,আব্দুল্লা আল মাসুম,শাওন,আজিজুল ইসলাম সহ অসংখ্য মানুষ।

নামাযের জানাযা শেষে সাতক্ষীরা সরকারী গোরস্থানে তাকে সমাহীত করা হয়। মৃত্যু কালে তিনি ৪ বছরের একটি কন্যা ও ২বছর বয়সের একটি পুত্র সন্তান,তার পরিবার বর্গ সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আগামী ২২শে অক্টোবর বাদ আসর তার নিজ বাড়িতে দোয়া অনুষ্ঠনের আয়োজণ করা হয়েছে।