মঈনূল আমিন (মিঠু) বিশেষ প্রতিনিধিঃ ২৯ রমজান ১৫ ই জুন সাতক্ষীরা জেলায় তালা থানার অন্তর্গত শ্রীমন্তকাটীতে ছাত্রকল্যাণ পরিষদের উদ্দোগে শ্রীমন্তকাটী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ইফতার মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে জাললপুর ইউনিয়ন ও খেশরা ইউনিয়নের বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ২০১৮ সালে অনুষ্ঠিত এস এস সি ও জে এস সি তে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।
দুই ক্যাটাগরিতে সর্বমোট ৭৫ জন কে সংবর্ধিত করা হয়। উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১ নং জালালপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ রবিউল ইসলাম মুক্তি, হারুনর রশিদ কলেজের অধ্যাপক এম এ গফ্ফার, ০৭ নং ওয়ার্ড বি এন পি সভাপতি মোঃ হাবিবুল ফকির, মোঃ জয়িন হোসেন, অধ্যক্ষ সাইফুল্লাহ সরদার, আবু হোসেন অপু, কানাইদিয়া শেখ রাসেল স্মৃতি সংসদের সেক্রেটারি মোঃ আলামিন হোসেন, মোঃ জাকির হোসেন, গনেশ চন্দ্র হালদার, কার্তিক চন্দ্র হালদার, কবি তপন কুমার পাল প্রমুখ।
সভাপতিত্ব করেন ইউপি সদস্য গোলদার আশরাফুল, উক্ত অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন পরিষদের সাধারণ সম্পাদক মোঃ খায়রুল ইসলাম রুবেল, আরও উপস্থিত ছিলেন পরিষদের পরিচালক মোঃ খালেদুজ্জামান টিটু, সভাপতি কুমার দেবাশীষ, দিলরুবা খাতুন, বিপ্লব হোসেন,তরিকুল, সাব্বির, নাহিদ, শোভন, পল্লব, রাসেল, সুরুজ, লিটু, ইতি, তন্বী, ও অন্যান্য সদস্যবৃন্দ। অনুষ্ঠানে অতিথিরা সংবর্ধিত কৃতি শিক্ষার্থীদের বিভিন্ন দিক নির্দেশনা দেন ও পরিষদের উত্তোরোত্তর সমৃদ্ধি কামনা করেন। অনুষ্ঠানে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন অধ্যক্ষ মাওলানা শফিকুল ইসলাম।
অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পরিষদের সাংগঠনিক সম্পা:মোঃ আসাদুজ্জামান সবুজ।