প্রেস বিজ্ঞপ্তিঃ সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার শ্যামনগর সদর ইউনিয়নে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কমিটি গঠন করা হয়েছে।সভাপতি বাহালুল মজনুন রাজ,সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সহ,সভাপতি শেখ মনিরুল ইসলাম।
শ্যামনগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি বাবলু সাধারণ সম্পাদক শেখ মনিরুজজামান ডলার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নিজস্ব কার্যালয়ে আজ এই কমিটি অনুমোদন দিয়েছেন।
কমিটি গঠন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বাবু দেবী রন্জন ডেপুটি কমান্ডার আবুল হোসেন সহ শ্যামনগর উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতৃবৃন্দ।
নবগঠিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জনপ্রিয় অনলাইন পত্রিকা দৈনিক সকালের আলো ও বাংলা প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আলী চৌধুরী।