চতুর্থ ধাপে আগামী ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন।
শ্যামনগরের ৯টি ইউনিয়ন ও তালার ১টি ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা…
শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নে আ.লীগের নৌকা পেয়েছেন মোঃ শমসের আলী ঢালী, নুরনগরে মোঃ বখতিয়ার আহমেদ, মুন্সীগঞ্জে অসীম কুমার মৃধা, বুড়িগোয়ালিনীতে ভবতোষ কুমার মণ্ডল, আটুলিয়ায় গাজী কামরুল ইসলাম, পদ্মপুকুরে এস. এম. আতাউর রহমান, গাবুরায় জি, এম, শফিউল আযম লেনিন, কৈখালী জি. এম. রেজাউল করিম, রমজাননগর মোঃ শাহনূর আলম এবং তালা উপজেলার কুমিরা ইউনিয়নে শেখ আজিজুল ইসলাম।