শোকাবহ আগস্টের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সেচ্ছাসেবলীগের শ্রদ্ধা

307

শোকাবহ আগস্টের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে সাতক্ষীরা জেলা সেচ্ছাসেবক লীগের একাংশের নেতাকর্মীরা। রবিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে এই শ্রদ্ধা জানান তারা। এর আগে, মোমবাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শুরু হয় আগস্টের প্রথম প্রহরের কর্মসূচি। পরে আলোর মিছিল করে নেতাকর্মীরা এবং ১৫ আগস্টে নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানসহ সকল শহীদের স্মরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা সেচ্ছাসেবকলীগের যুগ্ন আহবায়ক আয়শা সিদ্দিকা, আকতারুল ইসলাম, কনক সরকার, সৈয়দ মোরশেদ হাবিবুল্লাহ, জাহিদুল ইসলাম, মিহির কান্তি সরকার, নাজমুল শাহাদাত নয়ন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি