সাহিদুল এনাম পল্লব, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ শৈলকূপা উপজেলার দুধসর ইউনিয়নের নাকইল বাজারে গত শনিবার সন্ধ্যা ৬ টার দিকে নাকোইল বাজার লালন সাহা সাংস্কৃতিক সঙ্ঘের উদ্ধোগে ২১ শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট সমাজ সেবী ও ব্যবসায়ী বিএম শফির পরিচালনায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উপর আলোচনা সভায় সভাপতিত্ব করে নাকোইল বাজার লালন সাহা সাংস্কৃতিক সঙ্ঘের সভাপতি তোজাম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঝিনাইদহ কাঞ্চন নগর মডেল স্কুল এন্ড কলেজের সাবেক ইংরাজি শিক্ষক দেলোয়ার হোসেন, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখে ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক সাহিদুল এনাম পল্লব, ঝিনাইদহ জেলা সাব রেজিস্টার অফিসের রেকর্ড কিপার সাইদুর রহমান সাইদ,
আনন্দ টিভির জেলা প্রতিনিধি মাজেদ রেজা বাঁধন, হরিনাকুন্ডু সাব রেজিস্টার অফিসের লেলিন আজাদ দুলাল প্রমুখ। আলোচনায় বক্তাগন আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের চেতনা তুলে ধরেন। আলোচনা সভা শেষে ভাষা ও লালন সংগীত পরিবেশ করে স্থায়ীয় শিল্পীরা।