বিনোদন ডেস্কঃ বিয়ের গন্ধ এখনও গায়ে লেগে রয়েছে। নানা ঘরোয়া, রোম্যান্টিক মুহূর্তে মাঝে মধ্যেই ভক্তদের কাছে ছবিতে ধরা দেন রাজ চক্রবর্তী এবং শুভশ্রী। রাজ-শুভশ্রীর প্রেম যেন, সেলুলয়েডের বাইরে সেলুলয়েডের মতো।
বিয়ের পর এটাই রাজ-শুভশ্রীর প্রথম পুজো। মহাষষ্ঠীতে নিজের ইনস্টাগ্রামে শুভশ্রীর একটা ছবি পোস্ট করেন রাজ। সঙ্গে নিজের এক অদ্ভুত উপলব্ধির কথা ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন তিনি। ছবিতে শুভশ্রী ও রাজের মা খবরের কাগজের পাতা উল্টাচ্ছেন। শুভশ্রীর পরনে নিতান্ত ঘরোয়া পোশাক। কাগজের প্রথম পাতা ধরা পড়েছে রাজের তোলা ছবিতে। খবরের কাগজের প্রথম পাতায় একটি বিজ্ঞাপনে দূর্গা ঠাকুরের ছবি দেখা যাচ্ছে। এই ছবিটা ইনস্টাগ্রামে পোস্ট করে রাজ লেখেন, ‘প্রত্যেক ভারতীয় মহিলার মধ্যেই দুর্গা রয়েছেন।’
View this post on Instagram
এই মুহূর্তে শুভশ্রী কোনও ছবি করছেন না। এ দিকে আর ক’টা দিনের মধ্যেই ‘অ্যাডভেঞ্চার জোজো’র পরিচালনার কাজ শুরু করতে চলেছেন। শুভশ্রীও ছবিতে ফিরবেন, তবে চিত্রনাট্য পছন্দ হলে।