নিউজ ডেস্ক : আওয়ামী লীগ নেতা ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, শিক্ষার্থীরা আন্দোলনের মাধ্যমে যে দাবি জানিয়েছে তা ইতিমধ্যই পূরণ করা হয়েছে। তারপরও শিক্ষার্থীরা কেন এই আন্দোলন করছে? প্রকৃত শিক্ষার্থীদের এই আন্দোলনের সঙ্গে এখন স্কুলের পোশাক পড়ে ঢুকে পড়ছে ষড়যন্ত্রকারীরা। তারা মরণ কামর দিতে চায়।
শনিবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের এক জনসভায় শামীম ওসমান একথা বলেন।
শামীম ওসমান আরও বলেন, ঢাকার মোহাম্মদপুর এলাকার একটি টেইলার্সের দোকান থেকে এক দিনেই সাড়ে চার হাজারস্কুল ড্রেস বানানো হয়েছে। ট্রাকে করে ছেলেদের নিয়ে যাওয়া হচ্ছে এক স্থান থেকে আরেক স্থানে। ট্রাকের মধ্যেই তাদের জামা পরিবর্তন করে স্কুল ড্রেস পড়িয়ে নামিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন স্পটে। দেশটাকে ধ্বংস করতে পাঁয়তারা করছে তারা। তারা কারা? তাদেরকে চিহ্নিত করে খুঁজে বের করতে হবে এই অপশক্তিকে রুখে দাঁড়াতে হবে।
শিক্ষার্থীদের অভিভাবকদের উদ্দেশ্য শামীম ওসমান বলেন, আপনাদের সন্তানদের খবর নেন। তারা আন্দোলন যা করার করেছে। আমি গর্বিত তাদের এই আন্দোলনের জন্য। কিন্তু এখন এই আন্দোলনকে অন্য দিকে প্রভাবিত করতে চাইছে। আপনাদের সন্তানদের কাধে ভর করে শকুনের দল দেশ ধ্বংসের পাঁয়তারা করছে।