ষ্টাফ রিপোর্টারঃ বাংলাদেশে সর্বপ্রথম কোন এমপি হিসেবে শিক্ষাউপযোগী পরিবেশ নিশ্চিত করতে স্কুলের সকল শিক্ষার্থীদের সাথে দীর্ঘসময় ধরে উন্মুক্ত অালোচনায় অংশ নিলেন জগলুল হায়দার এমপি।
শিক্ষিত জনগোষ্ঠী যে কোন দেশের জন্য অতীব জরুরি। বিদ্যালয়ে যেন ছাত্র – ছাত্রীরা ভালভাবে নিয়মিত পড়াশুনা করতে পারে সেই পরিবেশ নিশ্চিত করার দায়িত্ব অামাদের। অাজ ৯ মে, ২০১৮ ইং বুধবার নিজ নির্বাচনী এলাকার শ্যামনগর উপজেলার ঐতিহ্যবাহী নকিপুর সরকারি হরিচরণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের সাথে সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত দীর্ঘসময় ধরে উন্মুক্ত অালোচনা করেন সাতক্ষীরা – ৪ অাসনের মাননীয় সংসদ সদস্য জনাব এস, এম জগলুল হায়দার।
তিনি প্রত্যেকের কাছে জানতে চান কারও পড়াশুনা করতে গিয়ে কোন প্রকার সমস্যার মুখোমুখি হতে হচ্ছে কিনা? এটি সমগ্র বাংলাদেশে অাগে কখনও কোন এমপি করেছেন বলে অামার জানা নেই। এমপি মহোদয় শতাধিক শিক্ষার্থীর প্রত্যেকের সমস্যা মনোযোগ সহকারে শুনে সমাধানের ব্যবস্থা নেন। এস, এস, সি পরীক্ষায় গোল্ডেন এ+ প্রাপ্ত শিক্ষার্থীদের প্রত্যেককে “বঙ্গবন্ধুর অসমাপ্ত অাত্মজীবনী” বইটিদিয়ে পুরষ্কৃত করেন জগলুল হায়দার এমপি।
সকলকে নিজ হাতে মিষ্টি মুখকরান এমপি। বক্তব্যে মহান মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস, বঙ্গবন্ধুর জীবনী তুলে ধরেন এমপি জগলুল। এসময় এমপি মহোদয়ের সাথে শ্যামনগর উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত), উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ দলীয় বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।