নাজমুল হাসান, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ জেলায় করোনাকালীন সময়ে স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশনের আয়োজনে কিশোর-কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা, স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে করা হয়েছে।
“করোনাকে ভয় নয়, সচেতনতার মাধ্যমে করবো জয়” শ্লোগানকে সামনে রেখে জেলার সদর উপজেলার মল্লিকা ছানাউল্লাহ আনছারী উচ্চ বিদ্যালয়ে শনিবার দুপুরে এই সামগ্রীগুলো বিতরণ শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-২ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনোয়ার পারভেজ, উপজেলা ম্যাধমিক শিক্ষা অফিসার এলিজা সুলতানা, স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এ. টি নিজাম উদ্দিন, পৌর আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিন, পৌরসভার মহিলা কাউন্সিলর রুমানা রেশমা, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো: একরামুল হক, জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবীব খোকা প্রমূখ।
এরপর প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সকলকে গাছ লাগাতে অনপ্রাণিত করতে এমপি হাবীবে মিল্লাত মুন্না ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরন করেন।


