শার্শা উপজেলায় জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতি সভা

12
জাহিরুল ইসলাম মিলন ,বিশেষ প্রতিনিধি:

আগামী ১৫ আগস্ট ২০১৮ তারিখে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৩তম শাহাদত বার্ষিকী। তাই জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে রবিবার সকাল ১০ টায় শার্শা উপজেলা প্রশাসনিক ভবন সভাকক্ষে এক প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল। এ সময় অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস,ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, উলাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আয়নাল হক, লক্ষনপুর ইউনিয়ন চেয়ারম্যান আনোয়ারা বেগম, পুটখালী ইউনিয়ন চেয়ারম্যান হাদিউজ্জামান, উপজেলা কৃষি অফিসার হীরক কুমার মন্ডল, সীমান্ত প্রেসক্লাব বেনাপোলের সভাপতি সাহিদুল ইসলাম শাহীন ও সাধারণ সম্পাদক অায়ুব হোসেন পক্ষী, প্রচার সম্পাদক মোঃ রাসেল ইসলাম,দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম সেন্টু, আইন বিষয়ক সম্পাদক জাহিরুল ইসলাম মিলন ,বিজিবি কর্মকর্তাগন ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগন।