শহীদ আব্দুর রাজ্জাক পার্কে আহলে হাদিছ অনুসারীদের ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

70

স্টাফ রিপোর্টারঃ আজ সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে সম্মিলিত আহলে হাদিছ অনুসারীদের ঈদের প্রধান জামাত সকাল ৭টা ১৫ মিনিটে অনুষ্ঠিত হয়েছে।

সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে কয়েক হাজার মহিলা ও পুরুষ মুসুল্লি ঈদ-উদ ফিতরের জামাতে অংশ গ্রহণ করেন। ঈদের জামাতে নামাজ পরিচালনা করেন আলহাজ্ব মাওলানা মো: ওবায়দুল্লাহ গজনফর এবং খুদবা পাঠ করেন আলহাজ্ব মাও. মো: আব্দুল মান্নান।

আহলে হাদিছ অনুসারীদের ঈদের প্রধান জামাতে পুরুষের পাশাপাশি মহিলাদের জন্যও নামাজের সুব্যবস্থা করা হয়েছিল। সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকা থেকে শহীদ আব্দুর রাজ্জাকপার্কের ঈদের জামাতে নামাজ আদায় করতে মুসল্লীরা সমবেত হন।
সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন নামাজ শুরুর আগে মুসল্লিদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। ঈদের নামাজ শেষে দেশ ও জাতির কল্যানে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন আহলে হাদিছ অনুসারীদের ঈদের এ প্রধান জামাতে নামাজ আদায় করেন। এছাড়া জেলা প্রশাসকের মা সেতারা হোসেন, স্ত্রী সাদিয়া নুসরাত হোসেন, তিন ছেলেসহ তাদের পরিবারের সদস্যরা ঈদের জামাতে অংশ নিয়ে নামাজ আদায় করেন।