মোঃ নয়ন হোসাইন, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে “ল্যাম্পপোস্ট” এর আয়োজিত বিতর্ক প্রতিযোগিতা ও মঞ্চ নাটক উন্মুক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে।
অনুষ্ঠানটি বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকেল ৫ টা ৩০ মিনিট থেকে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে পরিবেশন করা হবে। বিতর্ক প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করবে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় এবং পীরগঞ্জ বণিক বালিকা উচ্চ বিদ্যালয় এর ৬ জন মেধাবী শিক্ষার্থী।
বিতর্ক প্রতিযোগিতার বিষয়: “তথ্যপ্রযুক্তি আশীর্বাদ নয় অভিশাপ”
এদিকে একই মঞ্চে তথ্যপ্রযুক্তি বিষয়ক মঞ্চ নাটক “বদলে যাওয়া” মঞ্চায়িত হবে বিতর্ক প্রতিযোগিতার ঠিক পরপরই। ল্যাম্পপোস্ট এর জন্য বিশেষ এই নাটকটি রচনা পরিচালনা ও উপস্থাপনা করবেন সুদীপ্ত সুমিত।
উক্ত অনুষ্ঠানে বিতর্ক প্রতিযোগিতা ও মঞ্চ নাটক উপভোগ করতে আপনারা সবান্ধব আমন্ত্রিত।