ডেস্ক নিউজ : বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্মদিন পালিত হয়েছে। ১৭ মার্চ রবিরার নগরঘাটা পোড়ারবাজারে লাল সবুজের কথা নিউজ পোর্টালের অস্থায়ী কার্যালয়ে বিকাল ৪টায় কেক কেটে ৯৯ তম জন্মদিন পালিত হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
লাল সবুজের কথা নিউজের সম্পাদক ও প্রকাশক মোঃ জাবের হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কেক কাটেন নগরঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও লাল সবুজের কথা নিউজের উপদেষ্ঠা মন্ডলীর সদস্য মোঃ কামরুজ্জামান লিপু।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নগরঘাটা কবি নজরুল বিদ্যাপীঠের প্রধান শিক্ষক ও পোড়ারবাজার বণিক সমিতির সভাপতি ডা: সাইদুল আলম বাবলু, পোড়ারবাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ও লাল সবুজের কথা নিউজের উপদেষ্ঠা মন্ডলীর সদস্য আলহাজ্ব মোঃ মোতাহার হোসেন, লাল সবুজের কথার অর্থ সম্পাদক মোঃ মোজাফফ্ফার হোসেন, নির্বাহী সম্পাদক মামুন হোসেন,বার্তা সম্পাদক ইয়াছিন আলী,দপ্তর সম্পাদক আবু সাঈদ,সাংবাদিক মঈনুল আমিন মিঠু,সাংবাদিক সাইদুজ্জামান শুভ,মোঃ সাইফুল ইসলাম,আ’লীগ নেতা মোঃ মিজানুর রহমান প্রমুখ।
এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার যে স্বপ্ন দেখেছিলেন সেটি বি-নির্মানে সকল সাংবাদিকদের দেশের উন্নয়নে কাজ করতে হবে বলে উপস্থিত অতিথিবৃন্দরা সকলকে উদ্বাত্ব আহ্বান জানান।