লাউতাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে সরকারী অর্থ আত্নসাতের অভিযোগ

45

মোঃ রিপন হোসাইন,পাটকেলঘাটা: তালা উপজেলার লাউতাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফারুক হোসেনের বিরুদ্ধে স্লিপ,সংস্কার রুটিন মেইনটেন্স ,কন্টিজেনসি ও প্রাক প্রাথমিকে বরাদ্ধকৃত অনুদানের লাখ লাখ কাজ না করেই আত্নসাতের অভিযোগ উঠেছে। জানাগেছে,উপজেলা ৮৪নং লাউতাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সদ্য বিদায়ী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও বর্তমান সহকারী শিক্ষক মুহম্মদ ফারুক হোসেন বিরুদ্ধে বিগত ২০১৫- থেকে ২০১৭ সাল পর্যন্ত ৩ বছরের সরকারী অনুদানের অন্তত ৩ লক্ষাধিক টাকা কাজ না করে আত্নসাৎ করেছেন। এছাড়া তার বিরুদ্ধে দায়িত্ব অবহেলা,সহকর্মীদের সাথে অসদাচরণসহ দীর্ঘদিন ধরে কোমলমতি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে অভিভাবক মহল ফুসে উঠেছেন । তথানুসন্ধানে জানা গেছে গেছে দূর্নীতি পরায়ন ঐ শিক্ষক উপজেলা শিক্ষা অফিসের কর্মকর্তা-কর্মচারী এমনকি শিক্ষা কর্মকর্তার আদেশ নিষেধের তোয়াক্কা করেন না । তিনি নিজেকে ক্ষমতাধর ব্যক্তি হিসেবে জাহির করে আসছেন। তার এসব অনৈতিক কর্মকান্ডে অভিভাবকসহ সচেতন মহল উর্দ্ধতন কর্তৃপক্ষের তদন্তপূর্বক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন।

এ নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রীকান্ত দাশের কাছে জানতে চাইলে তিনি সব ঘটনার সত্যাতা স্বীকার করেন। অভিযুক্ত শিক্ষক ফারুক হোসেনের কাছে তার অনিয়ম -দূর্নীতি বিষয়ে জানতে চাইলে তিনি উপজেলা শিক্ষা কর্মকর্তার রোষানলে পড়েছেন বলে জানান।

এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্তকর্তা অহিদুল ইসলাম এ প্রতিনিধিকে জানান,শিক্ষক ফারুক হোসেনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানবিধ অভিযোগ আছে । এক প্রশ্নের জবাবে তিনি খুব শীঘ্রই ব্যবস্থা নিবেন বলে জানান।