বলিউডের জনপ্রিয় প্রিয়াঙ্কা চোপড়া এখন বাংলাদেশে। আজ (সোমবার) সকাল সাড়ে ৮টার দিকে তিনি ঢাকায় আসেন। এই তারকার অফিসিয়াল ইনস্টাগ্রাম বলছে, প্রিয়াঙ্কার বাংলাদেশে অবস্থানের বিষয়টি নিশ্চিত।
অন্য বলিউড তারকাদের বাংলাদেশ সফর নিয়ে যেমন মাতামাতি হয়, প্রিয়াঙ্কা চোপড়ার ক্ষেত্রে তেমনটা দেখা যায়নি। তার ইনস্টাগ্রাম ছাড়া কাকপক্ষীও টের পায়নি ঢাকার আসার বিষয়টি। এই সফর ছিল অনেকটাই গোপন!
খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকার একটি পাঁচতারা হোটেলে উঠেছেন প্রিয়াঙ্কা। এরপর বেলা সাড়ে ১১টার পর সাবেক এই বিশ্বসুন্দরী রোহিঙ্গা শিবির পরিদর্শনে কক্সবাজারের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। জানা গেছে, জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ)-এর শুভেচ্ছা দূত হিসেবে প্রিয়াঙ্কা চোপড়া রোহিঙ্গা শিবির পরিদর্শনে এসেছেন।
গেল বছর সিরিয়ায় যুদ্ধে আক্রান্ত শিশুদের পাশে দাঁড়িয়েছিলেন প্রিয়াঙ্কা। তবে এই সফরে কতদিন তিনি বাংলাদেশে অবস্থান করবেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। আপাতত বিষয়টি গোপন রাখা হয়েছে।
এর আগে গেল শনিবার যুক্তরাজ্যের উইন্ডসরের সেন্ট জর্জেস চ্যাপেলে প্রিন্স হ্যারি ও মেগান মার্কেলের রাজকীয় বিয়ে অনুষ্ঠিত হয়। ওই সময় হ্যারির দাদি রানি এলিজাবেথ ছাড়াও ৬০০ জন অতিথি উপস্থিত ছিলেন। সেখানে ছিলেন হলিউডের অনেক তারকা। বলিউডের একমাত্র প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। বিয়ের অনুষ্ঠানে অংশ নেয়ার পর বাংলাদেশে এসেছেন এই লাস্যময়ী।