রোজা রেখেও শ্রমিকদের সাথে রাস্তা মেরামতের কাজ করলেন সংসদ সদস্য

10

নিজস্ব প্রতিনিধিঃ রোজা রেখেও শ্রমিকদের সাথে রাস্তা মেরামতের কাজ করলেন জগলুল হায়দার এমপি।সড়ক ও জনপথ বিভাগের অাওতাধীন সাতক্ষীরা – মুন্সীগঞ্জ মহাসড়কটির শ্যামনগর সদরের ব্রাক অফিস থেকে হায়বাতপুর মোড় পর্যন্ত অংশটুকু গর্ত সৃষ্টি হয়ে চলাচলের একেবারে অনুপযোগী হয়ে পড়েছে।

এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। প্রতিদিন অবর্ণনীয় কষ্ট সহ্য করতে হয় তাদের। জনসাধারণের দূর্ভোগ দূর করতে ৩০ লক্ষ টাকা ব্যয়ে রাস্তাটি মেরামতের কাজ শুরু হয়েছে। অাজ সকাল ১০ টায় কাজ পরিদর্শনেযান সাতক্ষীরা – ৪ অাসনের মাননীয় সংসদ সদস্য জনাব এস, এম জগলুল হায়দার। শ্রমিকদের কাজে উৎসাহ যোগাতে প্রচণ্ড রোদের মাঝে রোজা রেখেও নিজে কাজ করতে লেগে যান এমপি জগলুল। প্রিয় সাংসদকে তাদের সাথে কাজ করতে দেখে ভীষণ উৎসাহিত হন শ্রমিকেরা।

উক্ত সময় রাস্তায় চলাচলকারী অাপামর জনসাধারণের কাছে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া চান জগলুল হায়দার এমপি।