তরিকুল ইসলাম লাভলু, নলতা: জাতীয় গ্রন্থগার দিবস ২০২১ উপলক্ষ্যে ৫ ফেব্রুয়ারি শুক্রবার বিকালে রেডিও নলতা ৯৯.২ এফ এম এর স্টুডিওতে বিশেষ ফোনো লাইভ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের সিনিয়র প্রভষক ও সংবাদকর্মী মো: মনিরুজ্জামান (মহসিন), নলতা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী গ্রন্থগারিক শিরোপা শিরিন, সমাজ উন্নয়ন ফাউন্ডেশন (এসডিএফ) এর নির্বাহী পরিচালক মো: আশরাফুল ইসলাম এবং নিয়মিত পাঠক প্রভাষক মো: কবির হোসেন।
অনুষ্ঠানটি পরিকল্পনা ও প্রযোজনায় সিসিডি বাংলাদেশ এবং রেডিও নলতা। রেডিও নলতার স্টেশন ম্যানেজার সেলিম শাহারীয়ার এর নির্দেশনায় অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন রাশিদা আক্তার এবং কারিগরি সহযোগিতায় ছিলেন সাব্বির হোসাইন। গ্রন্থগার অধিদপ্তর ও বিট্রিশ কাউন্সিলের লাইব্রেরি আনলিমিটেড এর সহায়তায় সমগ্র অনুষ্ঠানটি প্রচারিত হয়েছে বলে জানা গেছে।