রাস্তার উপর গাছের গুড়ি যেনো মরণ ফাঁদ!

246
পাটকেলঘাটার কুমিরা-তালা রোডে ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত শিশু গাছের গুড়ি (গোড়া) দীর্ঘদিন পড়ে থাকার ফলে অহরহ ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। ছবি- লাল সবুজের কথা
পাটকেলঘাটার কুমিরা-তালা রোডে ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত শিশু গাছের গুড়ি (গোড়া) দীর্ঘদিন পড়ে থাকার ফলে অহরহ ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। ছবি- লাল সবুজের কথা

নিজস্ব প্রতিনিধি : প্রায় দেড় বছর আগে ঘূর্ণিঝড় আম্ফানের আঘাতে রাস্তার উপর ভেঙ্গে পড়ে শিশু গাছ। গাছটি কর্তন করলেও গাছের গুড়িটি দীর্ঘদিন ধরে না সরানোর ফলে প্রতিনিয়ন ঘটছে অহরহ ছোট-বড় দুর্ঘটনা।
পাটকেলঘাটা থানার কুমিরা-তালা সড়কে মেইন রাস্তার উপর পড়ে আছে গাছের গুড়িটি।

তালা উপজেলার ধানদিয়া ইউনিয়নের আলিপুর গ্রামের ব্যবসায়ী মো. মিজানুর রহমান বলেন, গত কয়েকদিন পূর্বে তালা থেকে কাজ শেষে দুইভাই এক মটরসাইকেল যোগে রাতে বাড়ি ফিরতে গিয়ে এই গাছের গুড়িতে এক্সিডেন্ট করে মারাত্নক আহত হয়েছেন।

তিনি আরো বলেন, এরকম দুর্ঘটনা প্রতিনিয়ত ঘটছে। তাই সবার একটাই দাবী দ্রুত গাছের গোড়াটি অপসরণ করে সাধারণ জনগনের দুর্ভোগ যাতে লাঘব হয় সেজন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

এ ব্যাপারে কুমিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আজিজুর রহমান বলেন, গাছের গুড়িটির জন্য দুঘটনা ঘটছে সত্য। এটি ভূমি অফিসের হওয়ায় আমি নিজে কোনোকিছু করতে পারছিনা। তবে আমি খুব শিঘ্রই নায়েব সাহেবের সাথে কথা বলে গাছের গুড়িটি সরানোর ব্যবস্থা করবো।