
মুস্তাফিজ আল-আমিন ।। শিক্ষা, শান্তি, প্রগতির পতাকাবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ রাজশাহী মেডিকেল কলেজ শাখার উদ্যোগে বঙ্গবন্ধু টেলিমেডিসিন সেবা চালু হয়েছে।
রামেক ছাত্রলীগের সভাপতি ও ইন্টার্ণ চিকিৎসক পরিষদ রামেকহা’র সাধারণ সম্পাদক ডা. মনন কান্তি দাসকে প্রধান সমন্বয়ক করে ২১ সদস্য বিশিষ্ট ‘বঙ্গবন্ধু টেলিমেডিসিন সেবা’ গঠিত হয়েছে।
অন্যান্য সদস্যরা হলেন ডা.মিঠুন কুন্ডু, ডা.মোঃ জোবায়ের হোসাইন, ডা.শেখ মেহেদী হাসান, ডা.মোঃ শামীম আহমেদ, ডা.সৌরভ দেবনাথ হৃদয়, ডা.প্রান্ত সরদার, ডা.মোঃ আব্দুল গাফ্ফার, ডা.মোঃ মোমিনুল হক জয়, ডা.মোঃ মিনহাজুল আবেদীন শান্ত, ডা.মোঃ আতিকুল ইসলাম, ডা.মোঃ রাকিবুল হাসান তৌফিক, ডা.মোঃ সারোয়ার জাহান, ডা.মোঃ মামুন-অর-রশিদ, ডা.মোঃ সোহানুর রহমান, ডা.মোঃ তারিক হাসান, ডা.মোঃ সবুজ শেখ, ডা.মোঃ মঈনুল হাসান শুভ, ডা.পার্থ প্রতীম সেন, ডা.নীশাত তাসনীম মৌ এবং আইউব আলী।