রাজগঞ্জে ওয়ার্কাস পার্টির নেতা দুলু আর নেই

34

অমারেশ কুমার বিশ্বাস,রাজগঞ্জ(যশোর): মনিরামপুর উপজেলার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক আন্দলনের অন্যতম নেতা, বাংলাদেশ ওয়ার্কাস পার্টির মনিরামপুর শাখার সাধারন সম্পাদক, যশোর সিমান্ত পরিবহন এর রাজগঞ্জ অঞ্চলেরর প্রধান নিয়ন্ত্র্রক ও রামনাথপুর সরকারী প্রাথামিক বিদ্যালয়ের সভাপতি, সবার প্রিয় হাস্যজ্জল মুখ আমাদের ” দুলু ভাই ” আমাদের মাঝে আর নাই! ( ইন্না লিল্লাহি……..রাজিউন)

জানা যায়, ৭ই জুলাই রবিবার, দিবাগত রাতে তিনি হঠাৎ অসুস্থ বোধ করলে তাকে যশোর সদর হাসপাতলে ভর্তি করা হয়, রাত ১ টার দিকে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর, তিনি স্ত্রী, এক পুত্র ও এক কণ্যা সহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। তিনি রামনাথপুর গ্রামের মরহুম অহেদ আলী মোড়লের ছোট ছেলে। তার নামাজের প্রথম জানাজা রাজগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ্ ময়দানে যোহর বাদ অনুষ্ঠিত হয়। তার জানাজায় হাজারো মানুষের ভীর জমে। জেলার বিভিন্ন এলাকা থেকে প্রচুর পরিমানে মানুষ তাকে শেষ বার দেখার জন্য ছুটে আসে রাজগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। হাজার হাজার মানুষ চোখের জলে শেষ বিদায় জানাই এই প্রিয় মুখটাকে।

ও দ্বিতীয় জানাজা বিকাল ৩ টায় তার নিজ গ্রামে অনুষ্ঠিত হওয়ার পর তার পারিবারিক গোরস্থানে সমাহিত করা হবে।