রমজানের পণ্যের দাম গত বছরের তুলনায় কম বেড়েছেঃসাঈদ খোকন

11
লাল সবুজের কথা

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন দাবি করে বলেন, গত বছরের তুলনায় খাদ্যদ্রব্যের দাম এবার সহনীয় পর্যায়ে আছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের পাশাপাশি রমজানের পণ্যের দাম গত বছরের তুলনায় কম বেড়েছে।

রমজানে বাজারগুলোতে দ্রব্যমূল্য কোনোভাবেই লাগামের ও নিয়ন্ত্রণের বাইরে যেতে দেয়া হবে না বলেও জানান তিনি।

শুক্রবার রাজধানীর চকবাজারে ইফতারে বাজারে ভেজালবিরোধী অভিযানে গিয়ে সাংবাদিকদের মেয়র সাঈদ খোকন এসব কথা বলেন।

মেয়র বলেন, খাদ্যের দাম অযৌক্তিক হলে এবং খাবারে কোনো ধরনের ভেজাল থাকলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, ‘পাঁচটি অঞ্চলে আমাদের পাঁচটি মনিটরিং টিম নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত হবে। কোনো খাদ্যসামগ্রীতে যদি কোনো ধরনের ভেজাল পাওয়া যায় তাহলে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব।’

মেয়র আরও বলেন, ‘দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য সংস্থাগুলো মাঠে রয়েছে, দ্রব্যমূল্য কোনোভাবে লাগামের ও নিয়ন্ত্রণের বাইরে যেতে দেয়া হবে না।’

ভেজালবিরোধী অভিযানে মেয়র সাঈদ খোকন পুরো চকবাজার এলাকার ইফতারের দোকান ঘুরে খাদ্যমান নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তবে এখানকার পরিবেশ আরও উন্নত করার জন্য দক্ষিণ সিটি কর্পোরেশন কাজ করবে বলেও জানান তিনি।