প্রেস বিজ্ঞপ্তি : হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ১০০ বাক্যের ভিতরে সাতক্ষীরা সরকারি কলেজ ও সাতক্ষীরা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্য হতে লিখিত আকারে রচনা আহ্বান করা হচ্ছে। রচনা জমাদনের শেষ তারিখ ২০ আগস্ট ২০২২। ডাকযোগে/সরাসরি রচনা জমা দিতে হবে।
বিচারকদের প্যানেলের মূল্যায়নের ভিত্তিতে, সেরা ১০ রচনা লেখককে বিশেষভাবে পুরস্কৃত করা হবে ৷
বিষয়:- বঙ্গবন্ধু, বাঙালি জাতীয়তাবাদ ও অসাম্প্রদায়িকতা।
রচনার শেষে অবশ্যই – নাম, মোবাইল নম্বর, পূর্ণাঙ্গ ঠিকানা ও অধ্যায়নরত প্রতিষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণি রোল উল্লেখ করতে হবে ৷
আহবানে :- মো. আসিফ শাহবাজ খান
সদস্য, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি ৷
মোবাইল: ০১৭১০১৩৩১১১